প্রকাশিত: Thu, Aug 17, 2023 11:26 PM
আপডেট: Tue, Apr 29, 2025 10:50 PM

[১]যানজটে এইচএসসি পরীক্ষার্থীদের ভোগান্তি [২] সময়সূচি পরিবর্তন নিয়ে চিন্তা-ভাবনা করছি: শিক্ষামন্ত্রী

মুসবা তিন্নি : [৩]  এইচএসসির প্রথম দিনেই সকালে রাজধানীজুড়ে তীব্র যানজট দেখা  গেছে। এতে পরীক্ষার কেন্দ্রে পৌঁছাতে হিমশিম খেতে হয় পরীক্ষার্থীদের। অনেক শিক্ষার্থী নির্ধারিত সময়ের পরেও কেন্দ্রে প্রবেশ করে। 

[৪] শিক্ষামন্ত্রী ডা. দিপুমণি রাজধানীর তেজগাঁও কলেজ কেন্দ্র পরিদর্শন করেন সেখানেও পরীক্ষার্থীরা যানজটে পড়ে দেরিতে পৌঁছান। পরিদর্শন শেষে সাংবাদিকদের যখন কথা বলছিলেন, ঠিক তখন তার সামনেই অনেক পরীক্ষার্থী হন্তদন্ত হয়ে কেন্দ্রে প্রবেশ করে। সুত্র : ইত্তেফাক

[৫] দীপু মনি বলেন, তবুও আমরা সময়সূচি পরিবর্তন নিয়ে চিন্তা-ভাবনা করছি। আগামীতে এসএসসি ও এইচএসসি পরীক্ষা একবেলায় নেয়া যায় কি না।  সেক্ষেত্রে আমরা অফিস সময় এড়িয়ে পরীক্ষার সময়সূচি ঠিক করতে পারবো।  সম্পাদনা: এম খান